Chiro Odhora Guitar Chords
Chiro Odhora Guitar Chords – Miftah Zaman
(চির অধরা)
Scale: G major
Chords: G D C Em Am Bm
Strumming: D D U UD DDu
Abak chader aloy dekho guitar chords. Dubechi ami tomar chokher onnonto mayay guitar chords
Songs: Chiro Odhora
Singer: Miftah Zaman
Music: Miftah Zaman
Chiro Odhora(চির অধরা) Guitar Chords
Chords Progression
G D C D
হুম…হুম…হুম…হুম…
G D C D
হুম…হুম…হুম…হুম…
[varse 1]
G D C D
অবাক চাঁদের আলোয় দেখ
G D C D
ভেসে যায় আমাদের পৃথিবী
G D C D
আড়াল হতে দেখেছি তোমায়
Em C Am D
নিষ্পাপ মুখ খানি
[Rhythm]
G D C D
[chorus 1]
G C Em D
ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়
G Em C D
বুঝিনি কভু সেই মায়া তো আমার তরে নয় ।।
Em D C D
ভুল গুলো জমিয়ে রেখে বুকের মণিকোঠায়
Em C Am D
আপন মনের আড়াল থেকে…
G D C D
ভালবাসব তোমায়…
G D C D
ভালবাসব তোমায়…
[Rhythm]
G D C D
[varse 2]
G Em C D
তোমার চির চেনা পথের ঐ সীমা ছাড়িয়ে
G Em C D
এই প্রেম বুকে ধরে আমি হয়তো যাব হারিয়ে
G Em C D
চোখের গভীরে তবু মিছে ইচ্ছে জরিয়ে
G Em C D
একবার শুধু একটিবার হাতটা দাও বারিয়ে
Am Bm C D
ডাকবেনা তুমি আমায় জানি কোনদিন
G C D G D C D
তবু প্রাথনা তোমার জন্য হবেনা মলিন
G D C D
হবেনা মলিন
G D C D
হুম…হুম…হুম…হুম…
G D C D
হুম…হুম…হুম…হুম…
[outro]
G D C D
হাজার বছর এমনি করে
G Am C D
আকাশের চাঁদ টা আলো দেবে
G Bm C D Em C Am D
আমার পাশে ক্লান্ত ছায়া আজীবন রয়ে যাবে
C D C D C G C D
তবুও এ অসহায় আমি ভালবাসব তোমাকে
C D G
শুধু যে তোমাকে…
C D G
ভালবাসব তোমাকেই