Shei Fuler Dol Chords By Moheener Ghoraguli
Shei Fuler Dol Chords by Moheener Ghoraguli
(সেই ফুলের দল)
Band: Moheener Ghoraguli
Chords: G – Bm – Em – Am – D – C – F
Strumming: D Du uDu
Chords Progression
[verse]
G
রাবেয়া কি রুখসানা, ঠিক তো মনে পড়েনা
Bm Em
অস্থির এ ভাবনা, শুধু করে আনাগোনা।
Em Am
ফেলে আসা দিন তার মিছে মনে হয়
Am
নামে কি বা আসে যায়,
D C G
সোহাগে আদরে জানি রেখেছিল কেউ এই নাম।
G
আব্বা না আপা নাকি, কারো মনে পড়ে তাকি
Bm Em
তোমরা টা জানো নাকি, সময় দিয়েছে ফাঁকি।
Em Am
অভিমানে সে মেয়েটি গেছে হারিয়ে,
Am
বুকে ভরসা নিয়ে
D C G
সীমান্ত পেরিয়ে সে এসেছিল ছেড়ে তার গ্রাম।
[chorus]
F
জানি সে কোথায়,
C G
এই শহরে কোন বাগানে সে হয়ে আছে ফুল
F
প্রতি সন্ধ্যায়
C G
পাপড়ি মেলে দিয়ে সে আবার ভোঁরে ঝরা বকুল।
[varse]
G
সেই মেয়েটির মত আরেকটি মেয়ে সেতো
G
সন্ধ্যাপ্রদীপ দিতো
G Em
যত্নে গান শোনাত।
Em Am
হালকা পায়ে বেড়াত বেণী দুলিয়ে
Am
কে যে নিলো ভুলিয়ে
D C G
খেলার সাথীরা তার খুঁজতে আসেনা আর রোজ।
G
লক্ষী নামের মেয়ে আজও তার পথ চেয়ে
Bm Em
ফেলে আসা তার গাঁয়ে, মা কাদে মুখ লুকিয়ে
Em Am
সন্ধাবেলায় শাঁখ বাজেনাতো আর,
Am
এতে আছে কি বলার।
D C G
আজো কেউ জানতোনা কোথায় সে হয়েছে নিখোঁজ…
[chorus]
F
জানি সে কোথায়,
C G
এই শহরে কোন বাগানে সে হয়ে আছে ফুল
F
প্রতি সন্ধ্যায়
C G
পাপড়ি মেলে দিয়ে সে আবার ভোঁরে ঝরা বকুল।
[verse]
G
লক্ষী রুখসানারা, আর যতো ঘরছাড়া
Bm Em
ত্রস্ত দিশেহারা, তখনই জাদুকরেরা
Em Am
নিমিষে বানিয়ে দেয় বাগানের ফুল
Am
ঠিক নির্ভুল।
D C G
এভাবে মেয়েরা সব একে একে ফুল হয়ে যায়
G
নতুন বাগানে এসে, নিজেকে না ভালবেসে
Bm Em
ফুলের দলেরা শেষে কথা বলে হেসে হেসে
Em Am
পদ্ম, গোলাপ, জুঁই, চম্পা চামেলি
Am
টগর, শেফালী।
D C G
পোড়ার মুখিরা তোরা ফুল হয়ে রয়ে গেলি হায়
[chorus]
F
জানি সে কোথায়,
C G
এই শহরে কোন বাগানে সে হয়ে আছে ফুল
F
প্রতি সন্ধ্যায়
C G
পাপড়ি মেলে দিয়ে সে আবার ভোঁরে ঝরা বকুল।